জীববিজ্ঞান প্রথম পত্র | ড. মোহাম্মদ আবুল হাসান বই 

 

click here to download 

 

 

 

 

 

 

 

 প্রাণিবৈচিত্র্যের কৌণিক নকশা

জীববিজ্ঞানীরা এ পর্যন্ত ২,৭০,০০০ ভাস্কুলার উদ্ভিদ এবং ১৫ লক্ষেরও বেশি প্রাণী-প্রজাতি শনাক্ত করেছেন। এসব প্রজাতির মধ্যে নানা কারণে ভিন্নতা দেখা যায়। ভিন্নতা সত্ত্বেও সহজভাবে অধ্যয়ন করার জন্য প্রাণিবিজ্ঞানীরা বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এদের শ্রেণিবিন্যন্ত করেছেন। এ অধ্যায়ে প্রাণীর বিভিন্নতা ও

শ্রেণিবিন্যাস সম্পর্কে আলোচনা করা হবে। পিরিয়ড সংখ্যা-৭: এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা যা পারবে (শিখনফল)

১. প্রাণিজগতের বিভিন্নতা ব্যাখ্যা করতে পারবে। ২. রাণীকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করার ভিত্তি ও নীতি ব্যাখ্যা করতে পারবে।

৩. বিভিন্ন ধরনের প্রাণীকে শ্রেণিতে বিন্যস্ত করার প্রয়োজনীয়তা বিশ্লেষণ নন-কাটা (প্রধান পর্ব পর্যন্ত শ্রেণিবিন্যাস)

করতে পারবে।

কাটা প্রাণীকে পর্ব (Phylum) পর্যন্ত বিন্যাস্ত করতে পারবে।

4. কটা প্রাণীকে আনি (Class) পর্যন্ত বিন্যস্ত করতে পারবে।

ভণী শনাক্ত ও চিত্র অংকন করতে পারবে।

প্রাণিজগতের

o ভিন্নতা শ্রেণিকরণের ভিত্তি ও নীতি

বিষয়বস্তু



কর্ডাটা (শ্রেণি পর্যন্ত বিন্যাস) ব্যবহারিক

O মন কর্ডাটার বিভিন্ন পর্বের (যেকোনো

(পাঁচটি) এবং ভার্টিব্রাটায় বিভিন্ন সেদিন

(যেকোনো পাঁচটি) নমুনা পর্যবেক্ষণ।

প্রাণীর বিভিন্নতা বা প্রাণিবৈচিত্র্য (Animal Diversity) পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুসংস্থানগত বিভিন্নতা দেখা যায়

সেটিই হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা প্রাণিবৈচিত্র্য। দেহের গঠন, বসতি নির্বাচন প্রভৃতি থেকে শুরু করে চলন, বাদগ্রহণ, যেন, পরিধান (migration) সহ আরও অনেক বিষয়ে প্রাণিদের বৈচিত্র্য সুস্পষ্ট। প্রত্যেক প্রাণী নিজস্ব বৈশিষ্ট্যে মণ্ডিত করে অন্য প্রাণী থেকে ভিন্ন। পৃথিবীর বিচিত্র পরিবেশে দৃশ্য ও অদৃশ্যমান অসংখ্য প্রাণীর বিচরণ রয়েছে। কেউ দল বেঁধে ফলে সমুদ্রে, মাঝ সমুদ্রে বা সমুদ্রপৃষ্ঠে সাঁতার কেটে চলছে, কেউ দ্রুত, কেউ-বা মন্থন করে মাটির উপর হেঁটে বেড়াচ্ছে, ধর সাহায্য ছাড়া দেখাই যায় না। এদের কেউ তো অন্যরা মাংসাশী বা কোষ্ঠী কিংবা পরজীবী। কোনো বাণী হয়তো গাছের ডালে দোল খাচ্ছে, কেউ ঝাঁকে ঝাঁকে পরিবার হল আবার কেউ এত ছোট